মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার ক্বেরাত সম্মেলন সমাপ্ত

শেখ কামাল॥ ঢাকার মুগদায় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় ৩য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন গত মংগলবার বাদ আসর থেকে মধ্যরাতব্যাপী মুগদা কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। মাদরাসা প্রতিষ্ঠাতা  kirat sommelon kasba  হাফেজ মাওলানা মো. মোশাররাফ হোসাইন মাহমুদের সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে মিশর থেকে আগত বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ আলাউদ্দিন আহমাদ আলী, শায়খ ড. ওসামা সামী আল হাওয়ারী, শায়খ আবদুর রহমান ফারাজ হাফেজ ও শায়খ শোয়াইব মো. আল আজহারী সুললিত কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। দেশ বিখ্যাত ক্বারী হাফেজ নাজমুল হাসান, হাফেজ এ কে এম ফিরোজ, হাফেজ মঞ্জুর আহমাদ, হাফেজ সাইদুল ইসলাম আসাদ, হাফেজ আবদুল মালেক, হাফেজ সাজ্জাদ হোসাইন ও হাফেজ আনাস বিন আনোয়ার কুরআন তিলাওয়াত করেন।
মাহফিলে ওয়াজ করেন দেশ বরেণ্য আলেমে দ্বীন শায়খুল হাদীস হযরত মাওলানা আল্লামা আশরাফ আলী, শায়খুল হাদীস আল্লামা আবদুর রহমান, আল্লামা মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, শায়খুল হাদীস আল্লামা তাজুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক, মুফতি রাফি বিন মুনির, মুফতি মহিউদ্দিন আশরাফী প্রমুখ। সংগীত পরিবেশন করেন কলরব, অনুপ্রাস শিল্পী গোষ্ঠী ও মাদরাসার শিল্পীবৃন্দ।
মাদরাসার বালক শাখার ৭জন ছাত্র ও বালিকা শাখার ৪জন ছাত্রীকে হিফজ সমাপনী সনদ পাগড়ী পরিধান করান অতিথিবৃন্দ। ঐতিহাসিক এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র শিক্ষক আলেম ওলামাসহ হাজার হাজার তৌহিদী জনতার তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published.