বেসিস নির্বাচনে দেলোয়ার হোসেন ফারুকের ৫ প্রতিশ্রুতি

তাজুল ইসলাম নয়ন॥ আগামি ৩১ মার্চ অনুষ্ঠিতব্য বেসিস নির্বাচনে বিজয়ী হলে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে ইইএফসহ অন্যান্য সরকারী ফান্ড পেতে সহায়তা করা ছাড়াও ৫টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক ।fareq basis
তিনি বলেন, বেসিস সদস্যদের উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বেসিস গড়ার প্রত্যয়ে আসন্ন বেসিস নির্বাহী পরিষদ নির্বাচনে আমি আলমাস কবিরের নেতৃত্বাধীন টীম হরাইজন থেকে প্রার্থী হয়েছি। বেসিস সদস্যদের তিনি বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পাশে থাকলে সদস্যদের ব্যবসা সম্প্রসারন, বিনিয়োগ সমস্যা সমাধান, স্থানীয় বাজারকে বিদেশি কোম্পানীর আগ্রাসন থেকে রক্ষা করার লক্ষ্যে নীতিমালা প্রনয়ন, সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠন, বেসিস মেম্বারস্ ক্লাব গঠন ও সদস্য বান্ধব সচিবালয় প্রতিষ্ঠা সহ অতীতের মতো সদস্যদের জন্য আরো বহুমুখী সেবা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো বলে আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published.