আজ বেসিস নির্বাচন (১৮-২০)

তাজুল ইসলাম নয়ন॥ এই নির্বাচনকে কেন্দ্র করে বেসিস তিন ভাগে বিভক্ত হয়েছে। একভাগ বেসিস রক্ষায় নিয়োজিত; আরেক ভাগ ষড়যন্ত্র ও দুর্নীতিকে রক্ষায় নিয়োতি; আরেক ভাগ ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। সবই যেন এক মায়াবী জাদুর খেলা। ভোটারদের জন্য কতকিই — না করার প্রতিশ্রুতি এবং স্বপ্ন দেখানোর ছলছাতুরীর নতুনের কাছে পুরানের এক জাদুময়ী ওয়াদা। যা জাদুতেই দৃশ্যমান এবং ফাকির কারসাজি। তাই যারা ভোটার তারা সচেতন এবং সচেতনতা বজায় রেখেই ভোট দিবে।
আগামী দিনের বেসিস হউক সকলের। মেম্বাররা পাক যোগ্য মর্যদা। ফিরে আসুক সুদিনের সেই জৌলুস এবং সবাই একই পরিবারের হয়ে বেসিস প্লাটফর্মকে নিয়ে এগিয়ে যাক গন্তর্বে। কোন বিবেদ এবং মনোমালিন্যই কাজে আসবে না। সবাই মিলেই বেসিস।
তিনভাগে বিভক্ত বেসিস আজ রাতেই এক এবং অভিন্য ঐক্যে পরিণত হবে। সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাবে নতুন কোন স্বপ্ন ছোয়ার আশায়। এই কামনায় সুন্দর পরিচ্ছন্ন নির্ভর বেসিস গঠনের লক্ষ্যে অভিনন্দন ইলেকশন কমিশন ও যারা নতুন বোর্ডে আসবে সেই সকল মহাত্যাগী বীর সেনানীদের।

Leave a Reply

Your email address will not be published.