‘ইনফো সরকার’ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় আই.সি.টি. উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়

টিআইএন॥ গত বুধবার বিকালে আইসিটি বিভাগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ইনফো সরকার’ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় আই.সি.টি. উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। ‘ইনফো সরকার’ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, ঝালকাঠি, ঝিনাইদহ ও গোপালগঞ্জ জেলায় দ্রুতগতির ইন্টারনেট সেবা ও আইসিটি বিভাগের ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন তিনি।info 3 open by joy
দেশের প্রতিটি ইউনিয়নে ফাইবার অপটিক স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দ্রুত ইউনিয়ন পর্যায়েও ইন্টারনেট সেবা পৌঁছে যাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতায় শুরু হওয়া ‘ইনফো সরকার’ প্রকল্পের মাধ্যমে দেশের সব ইউনিয়নে এ সেবা পৌঁছে দেবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ভিশন ছিল শুধু শহরে নয়, গ্রাম ও ইউনিয়ন পর্যায়েও দ্রুত গতির ইন্টারনেট সেবা ভোগ করবে। আমার স্বপ্ন, সরকারি সব সেবাই এক সময় ডিজিটাল হবে, কোনো কাগজপত্র থাকবে না। “আমি আশা করছি, এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক নিয়ে যাব।”
রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে সরকার দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে বলেও দাবি করেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, “জেলা, উপজেলা পর্যায়ে ইন্টারনেটের গতি অত্যন্ত ভালো আছে। কোনো সমস্যা দেখছি না। গ্রাম অঞ্চলে তরুণরাও এখন দ্রুত গতির ইন্টারনেট সেবা লাভ করছে। ফাইবার অপটিকের কাজ কিছুটা বাকি আছে তবে তা শেষ পর্যায়ে চলে এসেছে।”
অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় ভিডিও কনফারেন্সে ৬টি জেলার ‘ইনফো সরকার’ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলেন। আইসিটি বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটি (সিসিএ) কার্যালয়ে ‘পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার’ (পিকেআই) সিস্টেমের মানোন্নয়ন ও সিসিএ কার্যালয়ের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এই ফরেনসিক ল্যাবটি স্থাপন করা হয়েছে।
ল্যাবটিতে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ নেটওয়ার্ক অ্যানালাইসিস করার অত্যাধুনিক সফটওয়্যার ও যন্ত্রপাতি রয়েছে, যা দেশে সংগঠিত সাইবার অপরাধ ও অপরাধী সনাক্তকরণে ‘সক্ষম’ বলে দাবি করছে আইসিটি বিভাগ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে স্থাপিত এটিই প্রথম কোনো ডিজিটাল ফরেনসিক ল্যাব।
তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ‘ইনফো সরকার’ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় সারা দেশে ২৬০০টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও চীন সরকারের অর্থায়নে এই প্রকল্পের অধীনে ৬টি জেলায় ১৩৩টি ইউনিয়নে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেবে তথ্যপ্রযুক্তি বিভাগ।
এর আগে বাংলা গভ ডট নেট প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে এবং ইনফো সরকার দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা পর্যন্ত ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১২০০টি ইউনিয়নে বিটিসিএলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ রয়েছে। এছাড়া দুর্গম এলাকায় ৭৭২টি ইউনিয়নে এ বছরের মধ্যে ইন্টারনেট সংযোগ স্থাপনের সব উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ।
চলতি বছর ডিসেম্বরে মধ্যে দেশের সব ইউনিয়ন দ্রুত গতির ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে কাজ করছে আইসিটি বিভাগ। ইনফো সরকার-তৃতীয় পর্যায় প্রকল্পের ৭০ শতাংশ যন্ত্রপাতি আমদানি হয়েছে। প্রায় ৫০ শতাংশ অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের মধ্যে ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের ৭৫ শতাংশ এবং চলতি বছর সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published.