উন্নয়নের সুফল পাওয়ায় জনগণ ভোট দিয়েছে

বা আ ॥ উন্নয়নের সুফল পাওয়ায় জনগণ ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশসহ সার্বিক বিষয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। গণভবনে ৩০ দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস-দুর্নীতির জন্য বিএনপি-জামায়াত জোটের ভরাডুবি হয়েছে। মানুষের জন্য কাজ করলে পরাজিতরাও ক্ষমতায় যেতে পারবে। উন্নয়নের সুফল পেয়েছে বলেই জনগণ আমাদের ভোট দিয়েছে।Unnoyaner soful paue janogon vot deyase
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ৩০ ডিসেম্বর নির্বাচন নিয়ে যেসব অভিযোগ এসেছে নির্বাচন কমিশন তা ক্ষতিয়ে দেখবে। সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সহযোগিতা করবে।’ উল্লেখ্য, রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০ আসন। বিএনপি পেয়েছে পাঁচ আসন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে তিনটি আসন। জাসদ, বিকল্পধারা ও গণফোরাম পেয়েছে দুটি করে আসন।

Leave a Reply

Your email address will not be published.