বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশের দল ঘোষণা

প্রশান্তি ক্রিড়া সমাচার॥ ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ২০২৩ এর যৌথ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্থানের বিপক্ষে মাঠে নেমে এ যাত্রা শুরু করবে লাল-সবুজের জার্সিধারীরা।National Dal
এর আগে লাওসকে হারিয়ে বিশ্বকাপের প্রাক বাছাইয়ের বাধা পেরিয়ে মূল বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। আফগানিস্থানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখেই মূলত দল ঘোষণা করলো বাংলাদেশ।
ঘোষিত দল :- গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান।
রক্ষণভাগ:- টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, মনজুর রহমান মানিক, রিয়াদুল হাসান, নুরুল নাঈম ফয়সাল ও ইয়াসিন আরাফাত।
মাঝ মাঠ:- সোহেল রানা, জামাল ভূঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, মোহামম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান, বিপলু আহমেদ।
আক্রমণভাগ:- নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদউদ্দীন ও জুয়েল রানা।

Leave a Reply

Your email address will not be published.