বাংলাদেশের মানুষ খুব ভালো, আমাদের সম্মান করে : রশিদ খান

প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশ সফরটা দারুণ কাটছে আফগানিস্তানের। টেস্ট মর্যাদা পাওয়ার পর খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না, আফগানরা এখানে এসে হারিয়ে দিয়েছে টাইগারদের। বাংলাদেশ তাই ভীষণ উপভোগ করছেন দলটির অধিনায়ক রশিদ খান।
টেস্ট ও টি-টোয়েন্টিতে এখন রশিদই বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক। বয়স মাত্র ২০ বছর। এরই মধ্যে কত অর্জন! রশিদ নিজের পারফরম্যান্স এবং দল নিয়ে গর্ববোধ করতেই পারেন। তবে অতি আত্মবিশ্বাস দেখাতে গিয়ে অনেক সময় দম্ভভরে অনেক কথা বলে ফেলেন রশিদ। যার জন্য বাংলাদেশের সমর্থকদের কাছে তার একটা ‘নেতিবাচক’ ইমেজও তৈরি হয়েছে। যদিও বাংলাদেশের মানুষদের প্রতি রশিদ খানের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম। বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে আফগান অধিনায়ক খোলাখুলিভাবেই বললেন, বাংলাদেশে আসার পর কেন তার এত ভালো লাগছে।
সেই সাক্ষাৎকারে রশিদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশে তার কেমন লাগছে? জবাবে আফগান দলপতি বলেন, ‘খুব ভালো লাগছে। এখানে আসতে সবসময়ই ভালো লাগে। এবার আমরা এখানে টেস্ট জিতেছি, তাই আরও ভালো লাগছে। আমি এখানকার আবহাওয়া উপভোগ করছি। খুব বেশি গরম নেই। এখানে ভালোই লাগে।’
বাংলাদেশের মানুষ নিয়ে আফগান তথা বর্তমান সময়ে বিশ্বেরই অন্যতম সেরা এই লেগস্পিনার বলেন, ‘এখানকার মানুষজন খুব ভালো। তারা ক্রিকেট ভালোবাসে। আমাদেরও অনেক সম্মান করে। তাই এখানে খুব ভালো লাগে।’ বাংলাদেশ দলে তার সবচেয়ে ঘনিষ্ঠ কে? এমন প্রশ্নের জবাবে রশিদ বলেন, ‘সবার সাথেই ভালো সম্পর্ক। তবে সাকিব সবচেয়ে কাছের। তার সঙ্গে আমি আইপিএলে হায়দরাবাদে দুই বছর খেলেছি। তামিম আছে, লিটন দাস, মোস্তাফিজ, তাসকিন সবার সাথেই ভালো সম্পর্ক। তবে সাকিবের সাথে বেশি ভালো।’

Leave a Reply

Your email address will not be published.