গ্রেনেড ও নুসরাত হত্যা মামলার পেপারবুক জানুয়ারির মধ্যে – আইনমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার পেপারবুক আগামী ৩১ জানুয়ারির মধ্যে তৈরি হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত বুধবার সচিবালয়ে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ কথা জানান। মামলার এজাহার, অভিযোগপত্র, জব্দ তালিকা, ময়নাতদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, জেরা এবং নিম্ন আদালতের রায় পর্যায়ক্রমে পেপারবুকে সাজানো থাকে। নিম্ন আদালতের রায়ের পর উচ্চ আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্নের ক্ষেত্রে পেপারবুক তৈরি করা হয়। বঙ্গবন্ধুু এভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় গত বছরের ১০ অক্টোবর বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। অপরদিকে গত ২৪ অক্টোবর বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দেয় আদালত। হলি আর্টিজান মামলার রায়ের প্রতিক্রিয়া জানানোর পর আইনমন্ত্রী বলেন, ‘আমি জানি, অন্য মামলা নিয়ে অনেকের প্রশ্ন আছে, আমি সেটারও জবাব আজকে দিতে চাই। সাগর-রুনি হত্যা মামলা এবং তনু হত্যা মামলার কথাও আপনারা মাঝে মাঝে বলেন। সেগুলো এখনো শেষ হয়নি। এই দুটি মামলা বিশেষ করে, এগুলো তদন্তনাধীন আছে।’ তিনি বলেন, ‘তদন্ত যতক্ষণ পর্যন্ত না শেষ হবে এবং যতক্ষণ পর্যন্ত না তদন্তকারী সংস্থা সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত মামলার অভিযোগপত্র বা ফাইনাল রিপোর্ট কোনোটাই দেয়া উচিত নয়। আমার মনে হয়, আমাদের সবাইকে তদন্ত কর্মকর্তাদের সেই সময়টুকু দেয়া উচিত। গতকাল আমেরিকায় একটা মামলায় ৩০ বছর জেল খাটার পর আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছে। এ রকম ঘটনা যাতে না ঘটে, সেটাও আমাদের দেখা দরকার।’ নুসরাত হত্যা মামলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নুসরাত হত্যা মামলায় দ্রুত পেপারবুক তৈরি করে যাতে হাইকোর্টের তালিকায় আনা যায়, সেই ব্যবস্থা করা হবে। নুসরাতের মামলার পেপারবুক আগামী ৩১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে। আর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে। ইনশাআল্লœাহ, আগামী বছর এই দুটি মামলার হাইকোর্টের শুনানি শেষ করতে পারব বলে আমার বিশ্বাস।’ মৃত্যুদন্ডের ক্ষেত্রে পেপারবুক তৈরি করার দায়িত্ব সরকারের বলেও জানান মন্ত্রী। ২০০৫ সালে একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলার মামলাগুলো ঝুলে আছে- এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের সদিচ্ছার অভাব নেই। আমরা মনে করি, সেসব মামলা দ্রুত শেষ করার চেষ্টা করছি। ইনশাআল্লœাহ; এগুলো আমরা দ্রুত শেষ করতে পারব বলে আমার বিশ্বাস।’ গত বৃহস্পতিবার রংপুরের সাবেক সংসদ সদস্য লিটন হত্যা মামলার রায় হবে বলেও জানান আইনমন্ত্রী। ইতিমধ্যে লিটন হত্যার রায়ও প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.