পঞ্চগর এর ডিসি এবং নারায়নগঞ্জ এর ইউএনও এর দৃষ্টান্তই হউক আগামীর সেবার মানদন্ড

প্রশান্তি ডেক্স॥ মনবিকতা এবং সেবার মানদন্ড ও সেবকের ভুমিকাই আমাগের আগামীর গ্রহনযোগ্যতা এবং কল্যাণের উদ্ধগতি সাধিত হবে। ক্ষমতা বা মসনদ ভোগের নয় ত্যাগের এবং আনন্দ উপভোগের। তাই এই সেবায় বা পোশায় পেশাদারিত্ব বা অংশীদারিত্ব বাড়িয়ে তুলাই প্রতিটি ক্ষমতারোহী মানুষের কর্তব্য। এই দায়িত্ব অর্পীত হয় আল্লাহর ইচ্ছা এবং অভিপ্রায়ের মাধ্যমে। তাই এই দায়িত্ব পালনে সচেতনতা এবং দায়িত্বশীলতার পরিচয় বহন নির্বিঘেœ চলমান রাখার মুখ্য কর্তব্য।
এই কর্তব্য পালনে দৃষ্টান্ত বহন কওে যাচ্ছেন্ন আমাদেও গর্বীত ডিসি মহোদয়া যিনি পঞ্চগড়ে কর্মরত রয়েছেন। এরই সাথে বলা যায় নারায়নগঞ্জের ইউএনও যথেষ্ট দৃষ্টান্ত বহন কওে যাচ্ছেন। এভাবে অগনিত দৃষ্টান্তের অধিকারী অফিসাররা আমাদেও সমাজের সংস্কৃতির এবং উন্নয়নের অংশীদ্বার হয়ে দৃষ্টান্ত বহন কওে যাচ্ছেন। আমি এরকম হাজারো অফিসারের দৃষ্টান্ত উপস্থাপন কওে তাদেও কাজকে ছোট করতে চাই না বরং উল্লেখিতদেও মত বাকি সবাইকে আগ্রহী হয়ে দেশ গঠনে শেখ হাসিনার অভিপ্রায় ও পরিকল্পনার বাস্তব সারথি হওয়ার আহবান জানাই। রুটিন মাফিক কাজের বাইরেও যে অনেক কাজ দায়িত্বশীলদেও রয়েছে তা উল্লেখিতরাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যেন আমরা ঐ দৃষ্টান্তের অনুসারী বা অনুগামি হই।

Leave a Reply

Your email address will not be published.