ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে উফসি সরিষা ও গম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক ও কৃষানীদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে। রোবাবার (০১ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬শত কৃষক ও কৃষানীর মাঝে এ সকল কৃষি উপকরন বিতরন করা হয়। এদের মধ্যে ৪ শত কৃষককে গম ও ২ শত কৃষককে সরিষার বীজ দেয়া হয়। তন্মধ্যে গমচাষীদের প্রতি কৃষককে ২০ কেজি বীজ গম, ১০ কেজি এম.ও.পি ও ২০ কেজি ডি.এ.পি সার এবং সরিষাচাষীদেরও ১ কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম’র সভাপতিত্বে বিনামুল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আয়েশা আক্তার, মেহারী ইউপি চেয়ারম্যান মো.আলম মিয়া ও উপজেলা ছাত্রলীগ যুগ্ন-আহ্বায়ক কাজি মানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা।