বিজয়ের মাস ডিসেম্বর

বাঙ্গালীর স্বাধীকার আদায় এবং নিজস্ব একটি পতাকা সম্বলিত ভুখন্ড অর্জনের মাস ডিসেম্বর।
ত্যাগ আর তীতিক্ষার প্রহর গুনা শেষে প্রত্যাশিত বিজয়ানন্দ প্রকাশের মাস ডিসেম্বর।
নতুন করে স্বাধীনভাবে বাঁচতে শিখার চর্চাশুরুর মাস ডিসেম্বর।
এই ডিসেম্বরে সবাইকে স্বাগত জানাই এবং অতীতকে স্মরণে রেখে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানাই।
এই বিজয় আলিঙ্গন করে এগিয়ে যাব আগামীর বিজয় সুনিশ্চিত করতে। আগামীর বিজয়: অর্থনৈতিক, রাজনৈতিক, উন্নয়নের, স্থীতিশীলতার, মানবতার, সুশৃঙ্খলতা, নির্ভরতার, মৌলিক চাহিদার নিশ্চয়তার, সর্বোপরি উন্নয়নের উন্নততর পর্যায়ের স্থিতিশীল নিশ্চয়তার। আমরা যুগের চাহিদা পূরন করে এগিয়ে যাচ্ছি আগামীর বিজয়কে নিশ্চীত করতে। তবে এই যাত্রায় আঘাত আসবে বার বার কিন্তু প্রতিটি আঘাতের প্রতিউত্তর হবে দ্বিগুন, তৃ এবং চতুস্মুখী এমনকি হাজারো গতিল বিপরীতমুখী প্রতিঘাতের; আর তা থেকেই উৎপন্ন হবে আগামীর সুনিশ্চিত স্থিতিশীলতার।

Leave a Reply

Your email address will not be published.