সরকার কথা রাখেনি, হকার সমাবেশে অভিযোগ

প্রশান্তি ডেক্স ॥ উচ্ছেদ বন্ধের দাবিতে গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন মিছিল করলে পুলিশ তাতে বাধা দেয়
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার প্রতিশ্রম্নতি সরকার রক্ষা করেনি বলে অভিযোগ তুলেছেন হকাররা। উচ্ছেদ বন্ধের দাবিতে গত মঙ্গলবার ঢাকার পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়ার আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত বলেন, ক্যাসিনোকান্ডের পর থেকে পুলিশ হকারদের ফুটপাতে বসতে দিচ্ছে না। এ কারণে অনেক হকার মানবেতর জীবনযাপন করছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমানে ঢাকা শহরের প্রায় চার লাখ হকার বেকার অবস্থায় আছে। তাদের পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। কেউ কেউ পেটের তাগিদে বিপথে চলে যেতে পারে।’ এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া ফুটপাতে বিক্রি বন্ধ থাকায় অতি মুনাফালোভীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। এতে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’ সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক নেত্রী জলি তালুকদার অভিযোগ করেন, বর্তমান সরকার হকার উচ্ছেদ না করার অঙ্গীকার করলেও তা রাখেনি। ‘আপনারা কথা দিয়েছিলেন হকারদের পুনর্বাসন করবেন, কিন্তু করেন নি। যারা ব্যাংক লুট করছে তাদের গ্রেপ্তার করতে পারছেন না, বাজারও আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিন্তু নিরীহ হকারদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের অপরাধ তারা ব্যবসা করে খাচ্ছে।’ সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবীরসহ অন্য নেতারা বক্তব্য দেন। এর আগে বেলা ১২টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ের দিকে রওনা দেয় হকাররা। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের বাধার মুখে পড়লে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। পরে পুলিশ কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যান হকার নেতারা।

Leave a Reply

Your email address will not be published.