কসবায় বেগম রোকেয়া দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সোমবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নিরর্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে র‌্যালী, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা সাব-রেজিস্টার নাজনিন জাহান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতা হিসেবে খাড়েরা গ্রামের মরহুম ইয়াকুব আলী বীরপ্রতিক এর স্ত্রী রৌশনারা বেগম এবং বায়েক গ্রামের মো. কামাল হোসেনের স্ত্রী খোসনেয়ারা বেগমকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.