ভাগ্য পরিবর্তনের জন্য চীনা নাগরিককে হত্যা

প্রশান্তি ডেক্স॥ চীনা নাগরিক হত্যায় জড়িত দুই জনকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে ডিবি পুলিশ ভাগ্য পরিবর্তনের আশায় চীনা নাগরিক গাওকে হত্যা করেছে রউফ ও এনামুল। মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছে। গত বুধবার দুপুর ১২টায় রাজধানীর মিন্টু রোডর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল বাতেন এ কথা জানান। আব্দুল বাতেন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম ১৭ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে চীনা নাগরিক হত্যাকান্ডে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন-রউফ ও এনামুল। এসময় তাদের কাছ থেকে গাও-এর ব্যবহৃত একটি ভাঙা মোবাইল, হত্যাকান্ডে ব্যবহৃত গামছা, বালতি, মরদেহ মাটিচাপা দেওয়ার জন্য গর্ত খোঁড়ার কাজে ব্যবহৃত কাঠের টুকরা এবং ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন বলেছেন, বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাসায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত তারা। নিজেদের মধ্যে আলাপের সময় কীভাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করা যায় তা নিয়ে সব সময় কথা হতো। হত্যাকান্ডের বেশ কয়েকদিন আগে চীনা নাগরিককে হত্যার বিষয়টি তাদের মাথায় আসে। তাকে হত্যা করতে পারলে অনেক টাকা পয়সা পাওয়ার আশা ছিল তাদের। যা দিয়ে জীবনে অনেক কিছু করা যাবে। পরে তারা পরিকল্পনা অনুযায়ী চীনা ওই নাগরিককে হত্যা করে। পরে ১০ ডিসেম্বর রাত ১১টার দিকে গাওকে ভবনের পেছনে একজন সিকিউরিটি গার্ডের সহযোগিতায় মাটি গর্ত করে চাপা দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আরও জনান, পরের দিন গাওয়ের ড্রাইভার ও কাজের বুয়া তাকে বাসায় না পেয়ে তার ব্যবহৃত স্যান্ডেলে রক্তের দাগ দেখে খুঁজতে থাকে। এক পর্যায়ে ডাইভার সুলতান ভবনের পেছনে মাটিচাপা অবস্থায় একটি পায়ের গোড়ালি দেখে। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে চীনা নাগরিক হত্যাকান্ডে গ্রেফতার বাসার দুই সিকিউরিটি গার্ডের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)। গত বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় বনানী থানায় করা হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার তাদের দুজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। চীনা নাগরিক গাও একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাসার একটি ফ্ল্যাটে এক বছর ধরে বসবাস করতেন।

Leave a Reply

Your email address will not be published.