যথাযোগ্য মর্যাদায় কসবায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনর্চাজ কসবা থানা মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, উপজেলা প্রকৌশলী এটি এম রবিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহেম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মবিনুল হক ভূঁইয়া, কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহীদুল্লাহ, কাইমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলী আশরাফ, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
অপরদিকে কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট লেখক,কবি ও সাংবাদিক মো.সোলেমান খান। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতীচারণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রভাষক হাফিজুল ইসলাম, প্রভাষক মমতাজ আলী, প্রভাষক আলী আহাম্মদ ও মো.সোহরাব হোসেন সহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.