আইপিএল নিলামে বিক্রি হলেন না অনেক বড় বড় তারকা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ কলকাতায় গত বৃহস্পতিবার হয়ে গেল ১৩তম আইপিএলের নিলাম। প্যাট কামিন্স থেকে গ্লেন ম্যাক্সওয়েল কিংবা নাথান কাউল্টার-নেইল, জমজমাট নিলামে ঝড় তুললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সর্বোচ্চ দামের বিচারে এবারের আইপিএল নিলামে প্রথম পাঁচটি স্থানই বিদেশি ক্রিকেটারদেরই দখলে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন টেস্ট র্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে থাকা অসি পেসার প্যাট কামিন্স। ১৫.৫ কোটি রুপিতে তিনি এলেন কেকেআরে। আইপিএল ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রিত বিদেশি ক্রিকেটার হলেন তিনিই।
গত বৃহস্পতির নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় পুরনো ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবে গেলেন বিস্ফোরক অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম পাঁচের পরের তিনটি স্থান যথাক্রমে দক্ষিণ আফ্রিকা অল-রাউন্ডার ক্রিস মরিস (১০ কোটি), ক্যারিবিয়ান ফাস্ট বোলার শেলডন কটরেল (সাড়ে ৮ কোটি) ও আরেক অজি অলরাউন্ডার নাথান কাউল্টার নেইলের (সাড়ে ৮ কোটি)।
ভারতীয়দের মধ্যে ৬ কোটি ৭৫ লক্ষ রুপিতে চেন্নাই সুপার কিংসে নাম লেখালেন সাবেক নাইট ক্রিকেটার পিযুষ চাওলা। এছাড়া ২ কোটি ৪০ লক্ষ রুপিতে যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস), অনুর্ধ্ব-১৯ অধিনায়ক প্রিয়ম গর্গের ১ কোটি ৯০ লক্ষ রুপিতে সানরাইজার্সে যোগদান উল্লেখযোগ্য।
তবে এবারের নিলামে দল না পাওয়া ক্রিকেটারের তালিকাটাও কিন্তু বেশ লম্বা। সেই তালিকায় যেমন রয়েছেন আক্রমণাত্মক ক্যারিবিয়ান ওপেনার শাই হোপ, তেমনই রয়েছেন বিধ্বংসী কিউয়ি ওপেনার মার্টিন গাপটিল কিংবা কলিন মুনরোর নামও। এমনকি ভারতীয় অলরাউন্ডার ইউসুপ পাঠান, চেতেশ্বর পুজারা, স্টুয়ার্ট বিনি, মনোজ তিওয়ারির নামও রয়েছে এই তালিকায়।
একনজরে এবারের আইপিএল নিলামে অবিক্রীত থাকা ক্রিকেটার ও তাদের ভিত্তি মূল্য:
আয়ুষ বাদোনি (২০ লাখ), প্রবীণ দুবে (২০ লাখ), শামস মুলানি (২০ লাখ), নিখিল নায়েক (২০ লাখ), রাহুল শুক্লা (২০ লাখ), মনজোত কালরা (২০ লাখ), সুমিত কুমার (২০ লাখ), আরিয়ান জুয়েল (২০ লাখ), কুলদীপ সেন (২০ লাখ), রোহন কদম (২০ লাখ), হরপ্রীত সিং (২০ লাখ), যুধবীর চরক (২০ লাখ), সুজিত নায়েক (২০ লাখ), ন্যাথান এলিস (২০ লাখ), কেসরিক উইলিইয়ামস (৫০ লাখ), জর্জ গ্যারটন (২০ লাখ), বৈভব অরোরা (২০ লাখ), সৌরভ দুবে (২০ লাখ), ড্যানিয়েল স্যামস (২০ লাখ), পবন দেশপান্ডে (২০ লাখ), শাহরুখ খান (২০ লাখ), কেদার দেবধর (২০ লাখ), রোহন কদম (২০ লাখ), কেএস ভরত (২০ লাখ), প্রভসিমরন সিং (২০ লাখ), অঙ্কুশ বাইনস (২০ লাখ), বিষ্ণু বিনোদ (২০ লাখ), হেইডেন ওয়ালশ (৫০ লাখ), কার্লোস ব্রাথওয়েট (৫০ লাখ), আন্দিল ফেহলুকাইও (৫০ লাখ), জাহির খান (৫০ লাখ), রিশি ধাওয়া (৫০ লাখ), অ্যানরিখ নর্তজে (৫০ লাখ), হনুমা বিহারী (৫০ লাখ), মনোজ তিওয়ারি (৫০ লাখ), কলিন ইনগ্রাম (৫০ লাখ), চেতেশ্বর পূজারা (৫০ লাখ), স্টুয়ার্ট বিনি (৫০ লাখ), নোমান ওঝা (৫০ লাখ), কুশল পেরেরা (৫০ লাখ), শাই হোপ (৫০ লাখ), মোহিত শর্মা (৫০ লাখ), ম্যাট হেনরি (৫০ লাখ), হেনরিখ ক্লাসেন (৫০ লাখ), মার্ক উড (৫০ লাখ), কলিন ডি গ্র্যান্ডহোম (৭৫ লাখ), জেসন হোল্ডার (৭৫ লাখ), সিন অ্যাবট (৭৫ লাখ), ইশ সোধি (৭৫ লাখ), বেন কাটিং (৭৫ লাখ), মুশফিকুর রহীম (৭৫ লাখ), টিম সাউদি (১ কোটি), ইউসুফ পাঠান (১ কোটি), এভিন লুইস (১ কোটি), কলিন মুনরো (১ কোটি), অ্যাডাম জাম্পা (১.৫ কোটি), জেমস প্যাটিনসন (১ কোটি), লিয়াম প্লাঙ্কেট (১ কোটি), বিনয় কুমার (১ কোটি), মোস্তাফিজুর রহমন (১ কোটি)।

Leave a Reply

Your email address will not be published.