শুভ বড়দনি উদযাপতি

প্রশান্তি ডেক্স ॥ বশ্বিরে অন্যান্য দশেরে মতো বাংলাদশেওে গত বুধবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বভিন্নি আয়োজনে খ্রষ্টি র্ধমাবলম্বীদরে সবচেেয় বড় র্ধমীয় উৎসব বড়দনি উদ্যাপতি হয়ছে। খ্রষ্টি র্ধমাবলম্বীরা বশ্বিাস করনে, সৃষ্টর্কিতার মহমিা প্রচার এবং মানবজাতেিক সত্য ও ন্যায়রে পথে পরচিালতি করতে যশিুর এই ধরায় আগমন ঘটছেলি। বাংলাদশেরে খ্রষ্টি র্ধমানুসারীরা যথাযথ র্ধমীয় আচার, আনন্দ উৎসব ও র্প্রাথনার মধ্য দেিয় দনিটি উদ্যাপন করছনে। এ উপলক্ষে গর্জিাগুলো ফুল, রঙনি কাগজ আর নানা রঙরে আলোক বাতেিত সাজানো হয়েেছ মনোরম সাজ।ে বানানো হয়েেছ খ্রষ্টিরে জন্মরে ঘটনার প্রতীক গোশালা। সইে সঙ্গে বড়দনিরে ককে। গত বুধবার বড়দনি হলওে আগরে রাত মঙ্গলবার থকেইে উৎসবে মেেত উঠনে খ্রষ্টিানরা, তাদরে বাড়ি বাড়ি চলে উৎসব। খ্রষ্টির্ধম অনুযায়ী, এই দেিন খ্রষ্টির্ধমরে প্রর্বতক যশিুখ্রষ্টি বথেলেহেেম জন্মগ্রহণ করছেলিনে। বড়দনি উপলক্ষে ব্যাপক নরিাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয় ঢাকাসহ সারা বাংলাদেশে। প্রতিিট র্চাচে সাদা পোশাকরে র্পযাপ্তসংখ্যক পুলশি সদস্য নেিয়াজতি ছলি। প্রতিিট র্চাচে র্আচওয়ে দেিয় র্দশর্নাথীকে গর্জিার ভতের ঢুকতে হয়ছে।ে এ সময় সবাইকে মটোল ডটিক্টের দেিয় ও ম্যানুয়াল তল্লাশি করা হয়েছে। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দেিয় সুইপংি করা হয়। নরিাপত্তায় ছলি ফায়ার র্সাভসি ও অ্যাম্বুলন্সেরে ব্যবস্থা। র্চাচ এলাকায় নরিবচ্ছন্নি বদ্যিুৎব্যবস্থা রাখা হয়। কোনো প্রকার ব্যাগ, ট্রলব্যিাগ ও ব্যাগপ্যাক নেিয় র্চাচে ঢুকতে দয়ো হয়নি। বড়দনি উপলক্ষে গত বুধবার ছলি সরকারি ছুটি। পৃথক পৃথক শুভচ্ছো জানেিয় বাণী দয়িছেনে প্রসেডিন্টে মো. আবদুল হামদি ও প্রধানমন্ত্রী শখে হাসনিা। বভিন্নি র্চাচে র্প্রাথনায় শান্তি ও মঙ্গল কামনা করার পাশাপাশি বড়দেিন উৎসবরে আনন্দওে মেেত ওঠনে খ্রষ্টি র্ধমাবলম্বীরা। ঢাকার কাকরাইলে আলোকসজ্জাসহ একটি ক্রসিমাস ট্রি স্থাপন করা হয়। সকালে কাকরাইলরে সন্টে মরেসি ক্যাথড্রোলে বড়দনিরে র্প্রাথনায় অংশ ননে খ্রষ্টিান র্ধমাবলম্বী হাজারও নারী-পুরুষ ও শশিু। তজেগাঁওয়রে হোলি রোজারওি র্চাচে র্প্রাথনা সভা অনুষ্ঠতি হয়, সখোনে কয়কে হাজার নানা বয়সী মানুষ মলিতি হন। বড়দনি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামদি বঙ্গভবনে খ্রষ্টিান সম্প্রদায়রে সদস্যদরে সঙ্গে শুভচ্ছো বনিমিয় করনে। অনুষ্ঠানে বাংলাদশেরে র্আচবশিপ, বভিন্নি দূতাবাসরে রাষ্ট্রদূত ও প্রতনিধি,ি খ্রস্টিান সম্প্রদায়রে গুরুত্বর্পূণ ব্যক্তি, র্ধমীয় নতো ও পশোজীবীরা অংশ ননে। অনুষ্ঠানে শল্পিীরা বড়দনিরে গান পরবিশেন করনে। পরে রাষ্ট্রপতি খ্রষ্টিান সম্প্রদায়রে সদস্যদরে সঙ্গে নেিয় বড়দনিরে ককে কাটনে। এদিকে, বাংলাদশে টলেভিশিন, বাংলাদশে বতোর এবং অন্যান্য বসেরকারি টিিভ চ্যানলে ও রডেওি স্টশেন দবিসটরি গুরুত্ব তুলে ধরে বশিষে অনুষ্ঠানমালা প্রচার করে।

Leave a Reply

Your email address will not be published.