সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার আহ্বান স্পিকারের

প্রষান্তি ডেক্স্। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যীশুখ্রিস্ট সৃষ্টিকর্তার সুমহান বাণী প্রচার করে গেছেন। তার আদর্শ অনুসরণ করে খ্রিস্টান সম্প্রদায়সহ বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে গত মঙ্গলবার এসব কথা বলেন তিনি। দেশে বিদ্যমান সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখারও আহ্বান জানান স্পিকার। শুভেচ্ছা বার্তায় স্পিকার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমঅধিকার সুনিশ্চিত করা হয়েছে। সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে সমুন্নত রাখাই হোক শুভ বড়দিনের মূলমন্ত্র। এ ছাড়া, বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published.