কসবায় সিডিসি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান সিডিসি স্কুল (চিলড্রেন ডেভেলপমেন্ট সেন্টার) ৩৩ তম বার্ষিক ফলাফল প্রকাশ অন্্ুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে ফলাফল অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন সিডিসি কর্তৃপক্ষ।
সিডিসি স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও সাংবাদিক কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতীপ্রাপ্ত কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন,বিজ্ঞান চর্চা কেন্দ্র প্রতিষ্ঠাত বিজ্ঞান মনস্ক বিশিষ্ট কবি হাসনাইন সাজ্জাদী, বিজ্ঞান চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক ইসতম আরা আচল, বিজ্ঞান কবিতা আন্দোলনের সাধারন সম্পাদক কবি আফরিনা পারভিন, কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে আজাদ, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, দি কসবা কো-অপারেটিভ কোং লিঃ এর চেয়ারম্যান শওকত রেজা রতন, ওডিপি কেন্দ্রিয় কমিটির সভাপতি মো.আজিজুল ইসলাম বাচ্চু ও বিশ্ব বাঙালী পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি কবি লোকমান হোসেন পলা। বক্তব্য রাখেন কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার।
অনুষ্ঠানে সিডিসি’র শিক্ষক- অভিভাবক- শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিথ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.