যু’দ্ধে না জড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি কাদেরের আহ্বান

প্রশান্তি ডেক্স॥ যুক্তরাষ্ট্র ও ই’রানের মধ্যকার চলমান অস্থিরতা নিয়ে উ’দ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্র ও ই’রানের মধ্যকার দন্দ্বের অবাসান চান তিনি ।
গত বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ উদ্বেগের কথা জানান তিনি।
তিনি জানান, “ই’রান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সং’ঘা’তে আমরা উ’দ্বিগ্ন। আমরা ‘যু’দ্ধ চাই না। সরকারের পক্ষ থেকে আমরা উভয়পক্ষের সরকারকে আহ্বান জানাব তারা যেন এই ধ্বং’সাত্ম’ক ‘যু’দ্ধ থেকে সরে আসে।”
তিনি বলেন, “ই’রান ও যুক্তরাষ্ট্রের সং’ঘা’তের ধাক্কা বাংলাদেশেও লাগবে। সেক্ষেত্রে ই’রান, ই’রাকসহ মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিদের সেখানকার দূতাবাসের মাধ্যমে স’তর্কতার সঙ্গে চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published.