রিলিজিয়ন ফর পিসের প্রতিনিধি দলের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রশান্তি ডেক্স॥ ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিলিজিয়ন ফর পিস-এর একটি প্রতিনিধি দল। সংস্থার সেক্রেটারি জেনারেল রেভ. কিউচি সুগিনোর নেতৃত্বে প্রতিনিধি দল গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে প্রতিনিধি দল বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় এ সংগঠনটির কার্যক্রম তুলে ধরে। এ সময় তারা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা সমস্যা নিয়ে তাদের সংগঠনের ভূমিকা রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
তাদের আগ্রহকে স্বাগত জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা এখন একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে সর্ব ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এ সংগঠনের কোনো কার্যকর প্রস্তাব থাকলে তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা যেতে পারে।’
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- রিলিজিয়ন ফর পিস বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ সুকোমল বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রফেসর এ. এইচ. এম. আবু বকর, রিসো কোসাই কাই বাংলাদেশের উপদেষ্টা রেভারেন্ড মিতসু ইউকি আরিতমি, বাংলাদেশে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, রিসো কোসাই কাই বাংলাদেশের সহকারী ব্রাঞ্চ মিনিস্টার কাঞ্চন বড়ুয়া।
এ সময় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (হজ) এ বি এম আমিন উল্লাহ নুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.