শেষ হলো দুদক-সিটিটিসির সপ্তাহব্যাপী প্রশিক্ষণ

প্রশান্তি ডেক॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উদ্যোগে সপ্তাহব্যাপী তদন্ত বিষয়ক যৌথ প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে সিটিটিসির কম্পাউন্ডে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম।
গত ১১ জানুয়ারি ডিএমপি মিডিয়া সেন্টারে সপ্তাহব্যাপী এ যৌথ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।
সপ্তাহব্যাপী বিজ্ঞানভিত্তিক বিশেষায়িত তদন্ত বিষয়ক এ যৌথ প্রশিক্ষণ কর্মশালায় দুদকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। যৌথ প্রশিক্ষণ কর্মশালার অর্থায়ন করেছে ‘বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প’।

Leave a Reply

Your email address will not be published.