আমাদের বিশ্বাস আন্তর্জাতিক আদালতের রায় মিয়ানমার মেনে নেবে…আইনমন্ত্রী আনিসুল হক

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন; রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছে এতে রোহিঙ্গাদের দেশে প্রত্যাবর্তনের পথ মিয়ানমার খুব শিঘ্রই খোলে দিবে। আমাদের বিশ্বাস মিয়ানমার আন্তর্জাতিক আদালতের দেয়া রায় মেনে নেবে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ কসবা সমিতির উদ্যোগে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ছাত্র/ছাত্রীদের মেধাবৃত্তি সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। আইনমন্ত্রি বলেন, বিএনপি একটি দেওলিয়া দল। তারা বাংলাদেশকে মানেনা। তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশের জনগনের বিরুদ্ধে যাবেন না। তাহলে কিন্তু আমাদের ধৈর্যের পরিসমাপ্তি ঘটবে। এসময় মন্ত্রী আরো বলেন; আমরা জনগনের প্রতিনিধি তাই জনগনের অধিকার আমরা রক্ষা করবো। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ২৫৬ জন ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ২৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার করে টাকা ও শিক্ষা উপকরন দেয়া হয়। এর আগে মন্ত্রী কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের পাঁচ তলা ভবনের নির্মান কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির সভাপতি প্রকৌশলী কবির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আইন মন্ত্রনালয়ের সচিব গোলাম সারোয়ার, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব তাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম,্উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন বকুল সহ অন্যরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: ঢাকাস্থ কসবা সতিমির সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার জাহিদ ভুইয়া, মেজর (অবঃ) আবুল ফাত্তাহ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আবু জামাল রাজিব ও শওকত রেজা রতন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষাথী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সহ এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.