অবক্ষয়

সাবিকুন নাহার মুক্তা


ভেঙ্গে মধ্যযুগীয় ববরতা
আদি পৈশাচিকতা,
কালের কলে পৃষ্ঠ জীণতা
ইতিহাস বলে কথা।
তৃণমূল হতে সর্বভৌম
সভ্যতার তাজ’সুশীলতা কুড়িয়ে কুড়িয়ে
সভ্য সমাজ।
প্রাণান্তকর ত্যাগের সিঁড়ি
মাড়ায়ে পাড়ি,
প্রদীপ্ত সময়ের আগমনে
প্রভাতফেরি।
আজ আধুনিক সমাজের
চোখে ঠুলি,
অসামাজিকতার ব্যাপার মামুলি
মনুষ্যত্ব বলি।
নৃশংসতার শিকার নিরীহজনে
অবক্ষয়ের ঘুনে,
কুরে খায় মানচিত্রটাকে
চৈতন্যোদয় গুণে।

Leave a Reply

Your email address will not be published.