কসবায় জলাতঙ্ক রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা

ভজন শংকর আচার্য্য, ভজন শংকর আচায্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫দিন ব্যাপী কসবা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে কুকুরের টিকাদান (এমডিজি) কার্যক্রম বাস্তবায়নে অবহিতকরণ সভা গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন; স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিজি ডা. মো. জহিরুল হক ও এমডিজি সুপারভাইজার মো. মহতাব উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মাদ জাকির হুসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসাদুজ্জামান ভুইয়া, মেডিক্যাল অফিসার ডা. আনিকা বাসার, উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার, কসবা পৌর কাউন্সিলর মো. আবু ছায়েদ ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি মো. শামছুল আলম। সভায় সমগ্র উপজেলা ব্যাপী প্রথম পর্যায়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সর্বমহলের সহায়তার গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.