সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আনসার-ভিডিপির ভূমিকা প্রশংসাযোগ্য… প্রধানমন্ত্রী

প্রশান্তি ডেক্স॥ সন্ত্রাস-জঙ্গিবাদ ও উগ্রবাদ নির্মূলে সততা ও আন্তরিকতার সঙ্গে আনসার বাহিনীকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার সকালে, গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির ৪০তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এসময়, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আনসার ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।


স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশকে উন্নয়নের পূর্বশর্ত হিসেবে আখ্যা দিয়ে জননিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপিকে সততা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ফলে উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় সারাবিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে সমাদৃত।
দেশের জননিরাপত্তা রক্ষায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেবার ও সাহসিকতার পদক প্রাপ্তদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ। দেশের উন্নয়নে সততা ও আন্তরিকতার সঙ্গে আনসার বাহিনীকে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.