এপ্রিল থেকে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলন-কাদের

প্রশান্তি ডেক্স ॥ সম্মলেন ছাড়া কোনো কমটি করা যাবে না জানেিয় দিয়েছেন আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদরে বলছেনে, ‘এপ্রলি থেকে ওর্য়াড, ইউনয়িন ও উপজলো ঢলে সাজাবনে। এরপর দলগুলোর সম্মলেন হবে। ঘরে বসে কমটি করবনে না- এই কালচার থেেক বরেেিয় আসতে হবে। এতে দল শষে হয়ে যবে।তিনি বলনে কমটি করতে গিয়ে নজিরে লোক পকটে ঢুকাবনে না। এতে দলরে কোনো লাভ হবে না। দল ভারী করার জন্য আজকে বর্তিকতি ব্যক্তদিরে আনবনে না।গত বুধবার (১৯ ফেব্রুয়ার)ি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভনিউিয়ে দলরে এক যৌথসভায় তিনি এসব কথা বলনে। দলরে ঢাকা বভিাগরে অধীন সব সাংগঠনকি গুলো মহানগররে সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্যদরে নিয়ে এ সভা হয়।নতার্কমীদরে উদ্দশ্েেয ওবায়দুল কাদরে বলনে, ‘আমরা মোট ২৯টি সম্মলেন করেছি। এর মধ্যে দুটি ঢাকা সিটির। কিন্তু ঢাকা বভিাগে এ র্পযন্ত কোনো সম্মলেন হয়নি। শেখ হাসনিার বড় নির্দিশেনা হচ্ছে দলকে সাজাতে হবে। সাংগঠনকিভাবে সৃশৃঙ্খল এবং সংগঠনকে সময়রে চাহদিা মটোনো আমাদরে অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়য়িছে। দল ক্ষমতায় থাকায় সাংগঠনকি র্দুবলতা টের পাচ্ছনে না।আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক বলনে,‘অনকে জায়গায় দখা যায়, সভাপতি-সাধারণ সম্পাদক হয়ে আেছ।গত ৮-১০ বছর হয়ে গেছে আর কউে নেই। র্পূণাঙ্গ কমিিট হয়নি। আবার অনেেক র্পূণাঙ্গ কমটি জমা দিচ্ছে অনুমোদন পেতে ছয় মাস। সম্মলেন করতে বললে, আমাদরে তো মেয়াদ শষে হয়নি। সম্মলেন যতদিন থাকে হবে ক্ষণ গণনা সেদিন থেকে হবে। কন্দ্রেীয় সম্মলেন থেকে শিক্ষা নেন।তিনি আরও বলনে, অনকে সময় ভালোর নেতারা উপজলো, ইউনয়িন কমটি ভেঙে দিয়েছেনে। এটা হবে না। কন্দ্রেরে দায়ত্বিপ্রাপ্ত নেতাদরে সঙ্গে পরার্মশ ছাড়া কোনো কমটি ভাঙা যাবে না। কমটি ভাঙতে হলে কেন্দ্রের কাছে সুপারশি করবনে। নেত্রী র্পযন্ত বিষয়টি গড়াবে। সেখানেই ফাইনাল সদ্ধিান্ত হবে যবে এ কমটি ভাঙার জন্য আপনার সুপারশি যথাযথ কি না?
দলরে এ নীতনির্ধিারক বলনে, ‘কোনো কারণে আপনার সাথে বনবিনা হলো না যে কাউকে বহষ্কিার করে দিলেন। এভাবে বহষ্কিার করা যাবে না। কমটি নিয়ে বসতে হবে। কমটির কাছে বহষ্কিাররে জন্য সুপারশি করতে পারনে। কিন্তু সরাসরি বহষ্কিার করতে পারবনে না।যৌথসভায় আওয়ামী লীগরে সভাপতি সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আব্দুর রহমান, মো. শাহজাহান খান, সাংগঠনকি সম্পাদক মির্জা আজম, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারস্টিার বপ্লিব বড়ুয়া, কন্দ্রেীয় সদস্য মোস্তফা জালাল মহউিদ্দনি, ঢাকা মহানগর আওয়ামী লীগরে সভাপতি আবু আহমদে মোহাম্মদ মন্নাফ,ি পানসিম্পদ প্রতমিন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ উপস্থতি ছলিনে।

Leave a Reply

Your email address will not be published.