তেলাপোকা মারলেই পাবেন প্রায় হাজার টাকা পুরষ্কার

প্রশান্তি ডেক্স ॥এই কাজের জন্য দেয়া হবে ২০ অস্ট্রেলিয়ান মুদ্রা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় হাজার টাকার উপরে (১২৫০ টাকা)। আর এই চমৎকার অফারটি দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের ২৪ বছর বয়সি ভার্গাব চাভদা। আরশোলা দেখে চাভদা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে, তিনি বিজ্ঞাপন দেন, যে এই ‘অস্বাভাবিক বড়’ আরশোলা মারতে পারবেন, তাকে ওই এইউডি ২০ মুদ্রা পুরষ্কার দেবেন তিনি। জানা যায়, অস্ট্রেলিয়ার রাজধানী সিডনীতে পড়াশোনা করা চাভদা, গত সোমবার যখন বাড়ি ফিরে আসেন তখন রীতিমতো শকড হয়ে যান। তার ভাষায়, “কিচেনে ছিল একটা অস্বাভাবিক বড় আরশোলা”।এমনিতেই আরশোলাকে একেবারেই না পছন্দের প্রাণীর তালিকায় রাখেন ভার্গাব। তিনিই যখন রান্নাঘরে খাবার আনতে ঢোকেন, তখন দেখেন ঘরময় দাপিয়ে উড়ে বেড়াচ্ছে আরশোলাটি। অবশেষে রাত ১১ টার সময় গামট্রি-তে বিজ্ঞাপন দেন তিনি। এই আরশোলা মারতে ১২৫০ টাকা অফারও করেন!বিজ্ঞাপনে তিনি লেখেন তার খিদে পেয়েছে। তাই কেউ জেন দ্রুত এই আরশোলা মারার জন্য এগিয়ে আসেন। এছাড়া বিজ্ঞাপনে তিনি বলেন, ওই আরশোলা মারার যাবতীয় সরঞ্জাম যেন নিয়ে আসা হয়, যেমন স্প্রে, ইত্যাদি। কারণ, হিসেবে তিনি জানান, তার বাড়িতে জামা, ঝাঁটা, চপ্পল ছাড়া আরশোলা ছাড়া আর কিছুই নেই।স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, “এটা আমাকে মারাত্মক ভাবে ভীত করে তুলেছে। আমার খাবার ফ্রিজে রয়েছে। কিন্তু আমি ওই আরশোলার সঙ্গে কোনও ভাবেই যুদ্ধ বা কোনও কাজই করতে চাইনা। ” ভার্গবের এই বিজ্ঞাপন দেখে অনেকেই সাড়া দেন। যদিও তারা কেউ এই আরশোলা মারার ব্যাপারে ভার্গবকে সাহায্য করেননি। সকলেই বলেন, এটা ভার্গব মজার জন্য করছেন।কিন্তু ভার্গব বলেন, “সকলেই বলছেন এটা মজার। কিন্তু আমি সকলকে বলতে চাই এটা মোটেই মজার নয়। আমি ক্ষুধার্থ। ” পরে অবশ্য তিনি জানিয়েছেন, একটি চাদর মুড়ি দিয়ে তিনি খাবার বের করে আনতে সক্ষম হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.