থাকছে না জিপিএ-৫, চলতি বছরে জিপিএ-৪ কার্যকর

প্রশান্তি ডেক্স ॥ চলতি বছর জিপিএ-৫ এর পরিবর্তে জিপিএ-৪ কার্যকর করা হবে। জেএসসি-জেডিসি পরীক্ষা থেকে এটি কার্যকর করা হবে। এ লক্ষ্যে চলতি মাসেই নতুন গ্রেডিং পদ্ধতি বাস্তবায়ন করতে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।পাবলিক পরীক্ষাগুলোতে গ্রেডিং পদ্ধতির সংস্কার করা হচ্ছে। এখন থেকে বিশ্ববিদ্যালয় হতে জেএসসি-জেডিসি পর্যন্ত একই গ্রেডিং পদ্ধতি বাস্তবায়ন করা হবে। নতুন গ্রেডিং পদ্ধতিতে জেএসসি-জেডিসি, এসএসসি-সমমান, এইচএসসি-সমমান পরীক্ষায় নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ জিপিএ-৪ করা হয়েছে। এ ক্ষেত্রে ৯০-১০০ পর্যন্ত এ প্লাস জিপিএ-৪, ৮০-৮৯ পর্যন্ত ‘এ’ জিপিএ-৩.৫, ৭০-৭৯ ‘বি’ প্লাস জিপিএ-৩, ৬০-৬৯ ‘বি’ জিপিএ-২ দশমিক ৫, ৫০-৫৯ ‘সি’ প্লাস জিপিএ-২, ৪০-৪৯ ‘সি’ জিপিএ-১ দশমিক ৫, ৩৩-৩৯ ‘ডি’ জিপিএ-১ এবং শূন্য থেকে ৩২ ‘এফ’ গ্রেড জিপিএ-০ বা ফেল নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, নতুন গ্রেড পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। চলতি বছর (২০২০ শিক্ষাবর্ষ) থেকে জেএসসি-জেডিসি পরীক্ষার মাধ্যমে এটি বাস্তবায়ন করা হতে পারে। ২০২১ সাল থেকে এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৪ কার্যকর হবে।তিনি আরও জানান, এই গ্রেডিং পদ্ধতিতে শুধু জিপিএ-৫ এর স্থানে জিপিএ-৪ নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্রের কাঠিন্যের স্তর, মার্কিংয়ের গুণগত মান এসব কিছুতে কোন প্রকার পরিবর্তন হচ্ছে না। র্পবের পদ্ধতিতে খাতা মূল্যায়ন ও নম্বর বণ্টন করা হবে।প্রসঙ্গত, ২০০১ সালে পাবলিক পরীক্ষায় জিপিএ পদ্ধতি চালু হয়। বিদেশে পড়ালেখা ও চাকরির ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। বিদেশে যারা পড়তে যাচ্ছে তাদের এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের সমতা করে তারপর বিদেশে যেতে হয়। এতে অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সমস্যায় পড়তে হয়। আর আন্তর্জাতিকভাবেও দেশের ফলাফলের সমতা থাকছে না।এ ছাড়া ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি ৪-এর লক্ষ্য অর্জনে সব পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আর এই মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করতে একই ধরনের গ্রেডে ফল প্রকাশ করা দরকার। সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয় জিপিএ-৫ এর পরিবর্তে জিপিএ-৪ কার্যকর করতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.