ইমু চ্যাট নিয়ে সাইবার সিকিউরিটি ইউনিটের সতর্কবার্তা

প্রশান্তি প্রযুক্তি ডেক্স॥ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইমুতে চ্যাট নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিট গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) একটি সতর্কবার্তা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের ভেরিফাইড পেইজে সংস্থাটির অ্যাডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম এ সতর্কবর্তাটি প্রদান করেন। ভিডিওটিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে ইমু অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ পাচ্ছি। ইমু অ্যাকাউন্ট অন্যান্য চ্যাট ইঞ্জিনগুলোর মতো নয়। একটা ইমু অ্যাকাউন্ট কয়েকটা মোবাইল সেটে একসাথে চলতে পারে। সেক্ষেত্রে কোনভাবে দুষ্টু লোকগুলো আপনার ইমু অ্যাকাউন্টের কোড পেয়ে যায়, তাহলে সে এই অ্যাকাউন্টটা অন্য কোনও ডিভাইস থেকে খুলতে পারবে। আপনার হয়েই সে চ্যাট পড়তে পারবে বা চ্যাট করতেও পারবে। এখন এক ধরনের হ্যাকার রয়েছে যারা ইমু অ্যাকাউন্টে আপনার কোনও আতœীয়ের অ্যাকাউন্ট হ্যাক করে, আপনাকে নক করে বলবে, আপনার অ্যাকাউন্টে একটা কোড গিয়েছে কোডটা দিন। আপনি যদি কোডটা দিয়ে দেন, তাহলে সে আপনার অ্যাকাউন্ট কন্ট্রোলে নিতে পারবে। এভাবে সে চেইন আকারে কন্ট্রোলে নিতে পারবে। তাই কেউ যদি আপনার ইমু অ্যাকাউন্টের কোড এসেছে বলে ফোন দেয়, এই কোডটি আপনি তাকে দিবেন না। তাই আমি সতর্ক করবো, আপনারা হোওয়াটস্আপ, ভাইবার, টেলিগ্রাম ব্যবহার করুন। ইমু থেকে দূরে থাকুন। ইমু চ্যাট এ দুর্বলতা আছে। এটি হ্যাকড হয়ে গেলে ফিরে পাওয়া মুশকিল। এতে আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published.