নিজের ভাষা বাঁচাতে হলে বিদেশি ভাষাও জানতে হবে: জিএম কাদের

প্রশন্তি ডেক্স॥ নিজের ভাষা বাঁচাতে হলে বিদেশি ভাষাও জানতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পাটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জাপার বনানী কার্যালয়ের মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জাপা) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।মোহাম্মদ কাদের বলেন, মাতৃভাষার প্রতি প্রীতি মানে অন্য ভাষার প্রতি অপ্রীতি নয়। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হলে ইংরেজি ভাষায় দক্ষ হতে হয়। আবার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতেও ইংরেজি ভাষা জানতে হয়। সুতরাং নিজের ভাষা বাঁচাতে হলে বিদেশি ভাষাও জানতে হবে। তিনি বলেন, নিজের ভাষার সম্মান রক্ষা করতে বাঙালিরা জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আর সেই গৌরবোজ্জল ত্যাগের স্বীকৃতি স্বরূপ আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাপা চেয়ারম্যান বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়। ভাষা আন্দোলনই বাঙালি জাতিকে লড়াই সংগ্রাম করতে অনুপ্রেরণা দিয়েছে। এর ফলশ্রুতিতে এসেছে মুক্তিযুদ্ধ। তিনি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সবস্তরে বাংলা ভাষার প্রচলন করতে আইন করেছেন, অনেকাংশে বাস্তবায়ন করেছিলেন। তিনি ভাষা শহীদ পরিবারকে পুনর্বাসনে উদ্যোগ নেন। প্রকৃত নকশা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করেন।

Leave a Reply

Your email address will not be published.