মগবাজারে পাঁচতলা ভবনে ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ৩

প্রশান্তি ডেক্স॥ রাজধানীর মগবাজারে দিলু রোডের একটি বহুতল ভবনে অগ্নিকান্ডে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় দগ্ধ ৪ জনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।এছাড়াও ধোয়ায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে একই পরিবারের চার সদস্য। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। গত বুধবার রাত ৪টার দিকে দিলু রোডের ছয়তলা ভবনটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বাড়িটির নিচের তিন তলায় গার্মেন্টস এবং ওপরে আবাসন ছিল। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের গ্যারেজে রাখা ৫টি গাড়ি এবং ২টি মোটর বাইক পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, গ্যারেজে রাখা গাড়ির সিলিন্ডার ও দাহ্য পদার্থে সৃষ্ট ধোঁয়া ও গ্যাসে হতাহতের ঘটনা ঘটেছে। ঢাকা ডিভিশন উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, তদন্ত কমিটির রিপোর্টে আগুনের প্রকৃত কারণ জানা যাবে বলে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।তিনি হলেন লক্ষ্মীপুর সদরের মোহাম্মদ উল্লাহর ছেলে আব্দুল কাদের লিটন (৪০)। তিনি ওই ভবনের গ্যারেজের পাশের একটি রুমে থাকতেন ও ভবনটির দ্বিতীয় তলার ক্ল্যাসিক ফ্যাশন ইন্টারন্যাশনালের অফিস সহকারী হিসেবে কাজ করতেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল অপারেটর বাবুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অগ্নিকান্ডের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দ্ইুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজন ধোয়ায় অসুস্থ হয়ে ঢামেক হাসপাতলে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, অগ্নিকান্ডে নিহত এক শিশুসহ তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। দগ্ধ শহিদুল কিরমানি রনি ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস আশঙ্কাজনক অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এর মধ্যে জান্নাতুলের শরীরের ৯৫ শতাংশ ও রনির শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। তারা ওই ভবনের তৃতীয় তলার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published.