মেধার স্বাক্ষরে উজ্জ্বল; প্রধান মন্ত্রী স্বর্ণপদক গ্রহন

প্রশান্তি ডেক্স॥ মেধা মননে যারা বিকশিত তারাতো জাতির উর্বর মস্তিস্ক। জাতি এদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচর্যার মাধ্যমে দেশের কল্যাণের তরে ব্যবহার করবে এটাই স্বাভাবিক। মেধার স্বীকৃতি হিসেব রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান হলো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক স্বীকৃতি অর্জন করা। এই দুটিই এখন সাবিয়া খাঁন এর দখলে। তিনি এই সম্মানকে মেধা বিকাশের মাধ্যমে জাতির সেবায় নিয়োজিত করে আগামীর এক কর্ণধার হয়ে দেশ মাতৃকার সেবক হিসেবে নিজেকে আরো সুউচ্চ পর্যায়ে নিয়ে যাবে এটাই কাম্য।
সাবিয়া খান জনাব সেলিম খানের মেয়ে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল গ্রামের কৃতী শিক্ষার্থী। ২০১৮ সালের মেধার সর্বোচ্চ স্বাক্ষর রেখেছে এবং স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান অর্জন করেছে। এখন শুধু জাতিকে সম্মানিত করার পালা। আমার তার মাধ্যমে জাতির উন্নয়ন ও উন্নতি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published.