সরকার ভূমিহীনদের ঘর ও জমি দেবেঃ অর্থমন্ত্রী

প্রান্তি ডেক্স॥ সরকার ভূমিহীনদের ঘর ও জমি দেবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মস্তফা কামাল বলেছেন, সবাইকেই জায়গা-জমি দেয়া এবং আবাসনের ব্যবস্থা করা, এটা আমেরিকায় সম্ভব নয়। গোটা ইউরোপেও সম্ভব নয়। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’র (ডিজেএফবি) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ‘উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। সেন্টার ফর ইকোনমিকসের রিসাচের তথ্য তুলে ধরে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘২০২৪ সালের মধ্যেই আমরা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের উপরে যাব। আমি বিশ্বাস করি, তার (প্রধানমন্ত্রী) হাত ধরেই ২০৩০ এর স্বপ্নপূরণ হবে এবং ২০৪১-এর স্বপ্নও বাস্তবায়ন করতে পারব। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে। অর্থমন্ত্রী বলেন, ‘এবার তিনি (প্রধানমন্ত্রী) ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে যাদের জায়গা-জমি নেই, বসবাস করার মতো ব্যবস্থা নেই, যাদের আবাসনের ব্যবস্থা নেই; সবাইকেই জায়গা-জমি দেবেন এবং আবাসনের ব্যবস্থা করে দেবেন। এটা আমেরিকাতে সম্ভব নয়। গোটা ইউরোপেও সম্ভব নয়।এর চেয়ে বড় শক্তিশালী ভূমিকায় কোনো দেশের প্রধানমন্ত্রী অবতীর্ণ হতে পারেন, এটা কল্পনা করতেও ভয় লাগে। তিনি সেটা ডেলিভার করবেন, সেটা আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে।’ আয়োজক সংগঠন ডিজেএফবি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আপনাদের সংগঠন অনেক সুন্দরভাবে কাজ করুক। দেশের মানুষকে বিকশিত করুক। এটাই আমাদের দোয়া।’

Leave a Reply

Your email address will not be published.