হয় সঠিক নেতৃত্ব দেন, না হলে আমাদেরকে নেতৃত্ব ছেড়ে দেন: বিএনপিকে কর্নেল অলি

প্রশান্তি ডেক্স॥ বিএনপির উদ্দেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, হয় সঠিক নেতৃত্ব দেন, না হলে আমাদেরকে নেতৃত্ব ছেড়ে দেন। সঠিক নেতৃত্ব দিলে আমরা মেনে নেব। তিনি আরও বলেন, মুক্তিমঞ্চ গঠন হয়েছিল জনগণকে মুক্তি দেয়ার জন্য। জাতীয় মুক্তিমঞ্চ কোনো মিটিং করলে আপনাদের গাত্রদাহ হয় কেন? গত শনিবার তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে জাতীয় মুক্তিমঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অলি আহমদ বলেন, বর্তমানে আমরা পাকিন্তান আমলের চেয়েও খারাপ অবস্থায় আছি। তখন আমরা বিনা বাধায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এখন ন্যায্য দাবি নিয়েও মাঠে নামা যায় না। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন নেই, মানুষের অধিকার নেই। শিাপ্রতিষ্ঠানে শিক্ষানেই, ব্যাংকে টাকা নেই, ন্যায়বিচার নেই। সর্বত্র দুর্নীতি ও স্বজনপ্রীতি। জনগণ এর থেকে মুক্তি চায়। যে কোনো সময় এ সরকারের পতন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, এলডিপির প্রসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, বাংলাদেশ জমিয়তে ওলামা ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসমাইল প্রমুখ। সভা শেষে এলডিপিতে যোগ দেন বাংলাদেশ ফুড অ্যান্ড নিউটিশন অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ আমিন ও শেখ সানজিদা নাসরিনের নেতৃত্ব কয়েকজন নেতা।

Leave a Reply

Your email address will not be published.