গণতন্ত্র ছাড়া নির্বাচন অর্থহীন…আইনমন্ত্রী

প্রশান্তি ডেক্স॥ আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, ‘নির্বাচন গণতন্ত্রের প্রাণভোমরা’। নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র হয় না। আবার গণতন্ত্র ছাডড়া নির্বাচনও অর্থহীন।


গত সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনাব আনিসুল হক আরো বলেন, গণতন্ত্র সৃষ্টির আশায় দেশে দেশে নির্বাচন চর্চা অব্যাহত রয়েছে। এ দিকেও আমরা এগিয়ে। নতুন স্বাধীন হওয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে ১৯৭৩ সালে অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
‘তবে ১৯৭৫ সালের পর দীর্ঘ সময় দেশে নির্বাচন চর্চার পথ ছিল অত্যন্ত অমসৃণ। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন চর্চার পথ মসৃণ করতে এ সময় কত আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে, এর প্রত্যক্ষদর্শী আপনারা অনেকেই বলে যোগ করেন তিনি।’

Leave a Reply

Your email address will not be published.