ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম

প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওযা হয়েছে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে। রোববার (৮ মার্চ) বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এখন থেকে ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। তামিকে নিয়ে লম্বা সময়ের জন্য পরিকল্পনা করছি আমরা। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কত্ব ছাড়া ঘোষণা দেন মাশরাফি বিন মোর্ত্তোজা। বিদায় বেলায় তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে একজনকে অধিনায়ক বানানোর পরামর্শ দিয়েছিলেন মাশরাফি। শোনা যাচ্ছিল, বোর্ডও অভিজ্ঞ কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পক্ষে। এই গুঞ্জনের সত্যতা মিলল আজ।
উল্লেখ্য, তামিম ইকবাল এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বকাপের পর তার নেতৃত্বে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তোজা হঠাৎ ইনজুটিতে পড়েছিলেন। সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছুটি চেয়ে নেন। ফলে অধিনায়কত্ব উঠেছিল তামিমের কাঁধে। অধিনায়কত্বের অভিজ্ঞতা অবশ্য ভালো ছিল না তামিমের। তিন ম্যাচের প্রতিটিতেই হেরেছিল বাংলাদেশ। ব্যাট হাতে তামিমও ছিলে পুরো ব্যর্থ।

Leave a Reply

Your email address will not be published.