মিথ্যা বলা ফখরুল ইসলামের অভ্যাস… ডেপুটি স্পিকার

প্রশান্তি ডেক্স॥ মিথ্যা কথা বলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভ্যাস বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফজলে রাব্বী মিয়া বলেন, তিনি (ফখরুল) জীবনে একটি সত্য কথাও বলেননি। মুজিব জন্মশতবর্ষ উদযাপন ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পযন্ত চলবে। আওয়ামী লীগ নাকি সেই উদযাপন বড় পরিসরে করতে পারবে না বলে ব্যর্থতা ঢাকার জন্য করোনাভাইরাসের কথা বলে বিদেশিদের নিয়ে আসছে না- মির্জা ফখরুল এই মিথ্যা কথা বলেছেন। তিনি এত বড় মিথ্যাবাদী। তিনি বলেন, আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সব দেশ অন্য দেশের লোক ঢোকা বন্ধ করে দিয়েছে। সেখানে আমরা কীভাবে অন্য দেশের লোক নিয়ে আসবো? সেই বিদেশি লোকদের সঙ্গে তো করোনাভাইরাস আমাদের দেশেও ঢুকতে পারে। জেনে-শুনে কীভাবে বিদেশিদের নিয়ে আসবো। ডেপুটি স্পিকার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও একটি মিথ্যা কথা বলেছেন। বিশেষ ব্যবস্থায় যদি পিরোজপুরের সাবেক এমপি আব্দুল আউয়ালের জামিন হয় তাহলে খালেদা জিয়ার জামিন হবে না কেন? কোনও মূর্খ বা অজ্ঞ লোক ছাড়া এই ধরণের কথা কেউ বলতে পারে না। সাবেক এমপি আব্দুল আউয়ালের আদালতে কোনও সাজা হয়নি। ছোট ছোট এতিমদের টাকা আত্মসাতের কারণে খালেদা জিয়ার সাজা হয়েছে। এ হলো মির্জা ফখরুলের মিথ্যা কথা বলার অভ্যাস।

Leave a Reply

Your email address will not be published.