গাছ লাগিয়ে জিতে নিন পুরস্কার…

প্রশান্তি ডেক্স ॥ করোনার কারণে ঘরবন্দি জীবন। এ সুযোগে বাড়ির ছাদে বা বারান্দায় করা শখের বাগানের ভিডিও প্রকাশ করে পুরস্কার পাওয়া গেলে ক্ষতি কি? করোনা মোকাবিলায় মানুষকে ঘরে থেকে সবুজায়নে উৎসাহিত করতে তেমনই এক ব্যাতিক্রমি আয়োজন করেছে গ্রিন ফাইটিং মুভমেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠন। আগামী ৭ মাচের মধ্যে নিজের বাগানের মাত্র ৩ মিনিটের ভিডিও প্রকাশ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে যে কেউ। ঘরে থেকেই কোভিড ঊনিশের বিরুদ্ধে লড়ছে জাতি। এ সময়টা কাজে লাগাতে অনেকেই বাগানের পরিচর্যা করছেন। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে যদি পুরস্কার বাগিয়ে নেয়া যায়, তবে তো কথাই নেই! মানুষকে ঘরে থেকে সবুজায়নে উৎসাহিত করতে অন্য রকম এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন গ্রিন ফাইটিং মুভমেন্ট বাংলাদেশ। ফাস্ট ন্যাশনাল ফ্লোরা ফেস্টিভ্যাল শিরোনামে অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতাকে ঘিরে তরুণদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। তাইতো মেডিকেল শিক্ষার্থী সাদিয়া হকের মতো অনেকেই নিজের বাগানের ভিডিও প্রকাশ করছেন সংগঠটির ফেসবুক গ্রুপে। এর মধ্যে থেকে সেরা ১০ বাগান মালিককে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গ্রিন ফাইটিং মুভমেন্ট বাংলাদেশ প্রতিষ্ঠাতা নাবিল আহমদ বলেন, বাগান করাও যে উৎসব হতে পারে এই আইডিয়া বিস্তার করাই আমাদের লক্ষ্য। করোনা মহামারির এই সময়ে আমরা বাড়তে বন্দি। এসময় এই উৎসবকে কাজে লাগানোই আমাদের কাজ। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বৃক্ষপ্রেমিরা বলছেন, ঘরে থাকা নিশ্চিত করার পাশাপাশি আসন্ন খাদ্য সংকট মোকাবিলায়ও বিশেষ ভূমিকা রাখতে পারে এমন উদ্যোগ। গ্রিন সেভার্স চেয়ারম্যান আহসান রনি বলেন, কৃষিকাজে ব্যঘাত হচ্ছে আমাদের। তাই এসময় ঘরে বসেই টুকটাক গাছ লাগিয়ে নিজেদের উপকার করা যায়। লকডাউনের এ সময় কাজে লাগিয়ে নিজ নিজ বাড়িতে খালি জায়গায় শাক সবজির বাগান করারও পরামর্শ সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published.