পোশাককর্মী

সাবেকুন নাহার মুক্তা

নেই কোন ধাম,
পোশাককর্মী নাম।
করে মৌল কাজ,
নেই ওদের লাজ ।
টিকে থাকার ছলে,
পিষ্ট শ্রমের কলে।
ক্ষুধায় খয়ে যায় ,
মনোবল না হারায় ।
হাসি মুখে খাটে ,
কষ্টে বুক ফাটে ।
নিজেদের করে দুর্গতি ,
সচল রাখে অর্থনীতি ।
ওরা কাজ করে ,
কারখানার সল্প পরিসরে।
প্রতিবন্ধকতা যতই থাক,
তবু বানায় পোশাক ।
করে নিপুণ শিল্পকর্ম ,
সৃষ্টিই ওদের ধর্ম ।
ঝড়,বৃষ্টি, ঝঞ্ঝা ,
ওরা করে উপেক্ষা ।
সবাই গার্মেন্সে জুটে,
ওরা অহরাতি খাটে।
মালিক হলে উৎধত,
ওরা হয় চাকরীচূত ।
অভাবে যখন দিশেহারা ,
ওরা হয় ছন্নছাড়া ।
কর্তৃপক্ষের কালো হাত,
ওদের অর্থ করে আত্মসাত ।
অরক্ষিত অগ্নি তোড়ে,
পোশাককর্মীরা পুড়ে ।
রানা প্লাজা ধসে পড়ে ,
ওরা অপঘাতে মরে ।
বিমর্ষ বাতাস মন্দ,
পুড়া, পচা লাশের গন্ধ ।
নিষ্ঠুরতার তাবেদারি,
স্বজনদের আহাজারি।
করোনার এমন দুর্দিনে,
বিশ্ববাসী লক ডাউনে।
পোশাককর্মী দলে দলে ,
ছুটে তারা কর্মস্থলে ।
নেই রোগের ভয়,
প্রয়াস কর্মের জয়।
করোনার ঝুঁকি নিয়ে ,
যাবে ওরা শ্রম দিয়ে।
ওরা পুড়বে,মরবে ,
তবু দেশ গড়বে ।
মালিকের গালি খাবে;
অপমান মেনে নিবে ।
ওরা তো মানুষ না,
ওরা যে পোশাককর্মী।

Leave a Reply

Your email address will not be published.