ভিক্ষা করে জমানো টাকা মসজিদের উন্নয়নে দান

প্রশান্তি ডেক্স ॥  শারীরিক অসুস্থতায় ভালোভাবে হাঁটতে পারেন না। কখনো ভ্যানে বা ক্রাচে ভর করে ভিক্ষা করেন খালেক হাওলাদার (৫০)। খুলনার নগরীর বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করে চলে তার সংসার। 

ঘরবাড়ি নেই, রাতে থাকেন পলিথিন ঘেরা ভ্যানগাড়িতে। গত  শুক্রবার এই মানুষটি নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ছানিয়াতুল জামে মসজিদের উন্নয়নে দান করলেন ভিক্ষা করে জমানো ২০ হাজার টাকা। তার বাড়ি নগরীর গোয়ালখালি এলাকায়।

খালেক হাওলাদার

জানা যায়, খালেক হাওলাদার একসময় ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে শারীরিক অসুস্থ হয়ে পড়লে স্বাভাবিকভাবে হাঁটার শক্তি হারিয়ে ফেলেন। শুক্রবার মসজিদে জুম্মার নামাজ পড়তে এসে উন্নয়ন কাজ দেখে তিনি তার জমানো ২০ হাজার টাকা দান করেন। এদিকে, একজন ভিক্ষুক হয়ে মসজিদে এতো টাকা দান করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.