জাদুঘরে ঠাঁই হলো বিলুপ্ত প্রজাতির মৃত নীল গাইয়ের

প্রশান্তি ডেক্স ॥ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মৃত অবস্থায় উদ্ধার বাংলাদেশে বিরল ও বিলুপ্ত প্রজাতির নীলগাইটির মরদেহ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু মিউজিয়ামে পাঠানো হয়েছে। বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে বরণীয় করে রাখতে সংরক্ষণের জন্য মরদেহটি জাদুঘরে পাঠানো হয়। নীলগাই বাংলাদেশে বিলুপ্ত প্রাণী। ১৯৫০ সালের পরে বাংলাদেশে কোনো দেশীয় নীলগাই দেখা যায়নি বলে জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকা থেকে মৃত অবস্থায় ওই নীলগাইটি উদ্ধার করা হয় বুধবার বিকালে। স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে একই উপজেলার তোড়েয়া ইউনিয়নের দাড়খোর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নীলগাইটি বাংলাদেশে প্রবেশ করে। তখন স্থানীয়রা নীলগাইটিকে ধরার জন্য ধাওয়া করে। নীলগাইটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় প্রায় ১৫ কিলোমিটার অতিক্রম করে খচপাড়া এলাকায় গিয়ে আশ্রয় নেয় নিলগাইটি। পরে আহত অবস্থায় নিলগাইটিকে উদ্ধার করে আটোয়ারী থানায় খবর দেন স্থানীরা।
ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, নীলগাই উদ্ধার হয়েছে, এমন খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই নীলগাইটি মারা যায়। পঞ্চগড়ের বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবা জানান, স্থানীয়দের ধাওয়া খেয়ে নিলগাইটি ক্লান্ত হয়ে পড়ে। পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বলে চিকিৎসক নিশ্চিত করেছেন। মূলত নীলগাই বাংলাদেশে বিলুপ্ত প্রাণী। ১৯৫০ সালের পরে বাংলাদেশে নীলগাইয়ের প্রজন্ম দেখা যায়নি। দু একটা হঠাৎ দেখা গেলেও তা ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এদের উদ্ধার করে বিভিন্ন চিড়িয়াকানায় রাখা হয়। মৃত নীলগাইয়ের দেহটিকে সংরক্ষণ করার জন্য বঙ্গবন্ধু সেতু জাদুঘরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.