গাছের কান্না কেউ শোনে না

প্রশান্তি ডেক্স ॥ ব্যবসা-বাণিজ্যের বিজ্ঞাপন এবং ব্যক্তিগত কাজের প্রচারের জন্য ছোট ছোট ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হয়। পণ্য বিক্রি এবং প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই বিজ্ঞাপনের জন্য ব্যবহূত ব্যানার পোস্টার এবং ফেস্টুন দেখা যায় গাছের শরীরে—তারকাঁটা বা পেরেক মেরে লাগিয়ে দেওয়া হয়! কিন্তু কেন এই বিবেকহীন কাজ? যারা এই কাজগুলো করে তারা কি জানে না গাছেরও প্রাণ আছে। গাছের গায়ে আঘাত করলে গাছও ব্যথা পায়। গাছেরাও কাঁদে।
কোনো কোনো গাছে দেখা যায় চার থেকে পাঁচটি পর্যন্ত বিজ্ঞাপন বোর্ড তারকাঁটা বা পেরেক দিয়ে লাগানো, যা অত্যন্ত কষ্টদায়ক। আরো একটি বিষয় হচ্ছে, গাছে তারকাঁটা বা পেরেক লাগিয়ে রাখার কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং অনেক সময় গাছ মারাও যায়। রাস্তার পাশের গাছগুলোর কান্ডে বা গোড়ার দিকের ডালে বিজ্ঞাপনগুলো বেশি লাগানো হয়। গাছের গায়ে তারকাঁটা বা পেরেক থাকায় স মিলের করাত অনেক সময় ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটে। জলবায়ুগত পরিবর্তন এবং মানুষের দৈনন্দিন ব্যবহার্যের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এমনিতেই গাছপালা কমে যাচ্ছে। তার সঙ্গে গাছের প্রতি অত্যাচার গাছের বেড়ে উঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতাই সৃষ্টি করে। প্রচার-প্রচারণার আরো অনেক মাধ্যম এবং প্রক্রিয়া রয়েছে। আশা করি সবাই সচেতন হবেন। কামরুজ্জামান সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালগড়, গাজীপুর

Leave a Reply

Your email address will not be published.