মেসির গোলের পরও জেতেনি আর্জেন্টিনা

স্পোর্টস ডেক্স ॥ লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে শুরুতে এগিয়ে গেলেও জয় পাওয়া হয়নি আলবিসেলেস্তেদের। সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে লাউতারো মার্টিনেজকে ফাউল করেন চিলির ডিফেন্ডার গিলের্মো মারিপান। ভিআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই সুযোগটি মিস করেননি মেসি। সফল স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি।
আর্জেন্টিনা অবশ্য বেশিক্ষণ লিডটা ধরে রাখতে পারেনি। ৩৬তম মিনিটে চার্লেস আরানগেসের ফ্রি কিকে গেরি মেদেলের দারুণ কাট ব্যাকে বল পেয়ে যান অ্যালেক্সিজ সানচেজ। এরপর ফাঁকা জালে বল পাঠিয়ে চিলিকে সমতায় ফেরান তিনি। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

Leave a Reply

Your email address will not be published.