উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ॥ কসবায় ষষ্ঠ ধাপে ইউপি সাধারন নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিন ছিলো গত সোমবার । আইনমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দলীয় প্রতিক ছাড়াই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় প্রতীক বিহীন নির্বাচন হওয়ায় ৭টি ইউনিয়নেই ভোটারদের মাঝে আনন্দ বিরাজ করছে।
উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয় সুত্রে জানা যায়, ইউপি সাধারন নির্বাচনে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৮জন এবং সাধারন সদস্য পদে ২৪৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে কসবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন এবং সাধারন সদস্য পদে ৩৫জন, বায়েক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন এবং সাধারন সদস্য পদে ২৯জন, গোপিনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন এবং সাধারন সদস্য পদে ৩৫ জন, কায়েমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারন সদস্য পদে ৩৬জন, বাদৈর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারন সদস্য পদে ৩৫ জন, মেহারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন এবং সাধারন সদস্য পদে ৩১ জন ও বিনাউটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারন সদস্য পদে ৪৭ জন উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সমর্থকদের নিয়ে এসে মনোনয়ন পত্র জমা করেছেন। উল্লেখ্য, ইউপি নির্বাচনের মেয়াদ উত্তির্ণ না হওয়ায় উপজেলার কুটি ও খাড়েরা ইউনিয়নে ষষ্ঠ ধাপে নির্বাচন হচ্ছেনা । তাছাড়া মামলা জটিলতায় উপজেলার মুলগ্রাম ইউনিয়নেও এই ধাপে নির্বাচন হবেনা।

Leave a Reply

Your email address will not be published.