তেজগাঁও পলিটেকনিক সেশনজট এখন জানযটে

আতাউল্লা ভুইয়া॥ তেজগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট সেশনজট এখন তেজগাঁও রাস্তায় জানযটে রূপ নিয়েছে। কলেজের ভিপি এবং রেজিষ্টার মহোদয়ের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের এই আন্দোলন। ছাত্ররা উপায়-অন্ত না দেখে এখন রাস্তায়। কারণ একটাই আর তা হলো তাদের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা সচল রাখা। তবে অনলাইন পরীক্ষা এমনকি নিয়ামানুযায়ী পরিক্ষা পদ্ধতি চালূ রেখে শিক্ষার এবং পরীক্ষার মহামারী দূর করার ব্যবস্থা গ্রহণার্থে।

শিক্ষার্থীরা বার বার ভিপি এবং রেজিষ্টারকে ধর্নাদিয়ে বিফল হয়েছেন এবং তাদের স্বেচ্ছাচারিতার বিষয়েও কথা বলে বিফল হয়ে আজ অনশনসহ আরো কঠোর আন্দোলনের কর্মসূচীর প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় এসেছেন। এতে জনগণ এবং রাস্তার স্বাভাবিক আচরণ বিঘ্নিত হয়ে সাধারণ জনজীবনে অশস্তি নেমে এসেছে। এখন প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট মহলের সদয় বিবেচনা এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আসন্ন সংকট উত্তরণে ভুমিকা রাখার সবিনয় অনুরোধ জানাচ্ছি। শিক্ষা, শান্তি ও প্রগতিসহ স্থিতিশীলতা ফিরে আসুক জীবনের সকল ক্ষেত্রে এই কামনাই করি।

Leave a Reply

Your email address will not be published.