কসবা শিকারপুর আলোর দিশারীর প্রথম প্রতিষ্টা বার্ষিকীতে গ্রামের ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬৮ জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো শিকারপুর আলোর দিশারী নামে একটি সামাজিক সংগঠন। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) উপজেলার শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করে সংগঠনের সদস্যরা। কর্মসূচির মধ্যে ছিলো: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরন, মেধা বৃত্তি ও পুরস্কার বিতরন অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি আলাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুর মোহাম্মদ, মেজর (অব:) নাছির উদ্দিন খান, প্রবাসী মোঃ মনির হোসেন ও মোঃ জসিম উদ্দিন, বাদৈর ইউপি চেয়ারম্যান হাজী আবু জামাল খান, কসবা টি:আলী ডিগী কলেজ ভারপ্রপ্ত অধ্যক্ষ এ কে আজাদ, শিকারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান ও বাদৈর ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন তাজু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লায়ন এম এ সোহেল আহম্মদ মৃধা।
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহাংগীর আলম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রনি ও গভঃমডেল গালস হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন মৃধা। অনলাইনে যুক্ত ছিলেন নীতিনির্ধারণী পরিষদের সদস্য জহিরুল হক জাবেদ ,এনামুল হক ভূইয়া ও রোজেল আহম্মেদ খান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিকারপুর আলোর দিশারীর সাধারন সম্পাদক মাছুম মিয়া। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.