প্রবল তুষারপাতেও আনন্দে মাতোয়ারা তারা

আন্তজার্তিক ডেক্স ॥ প্রবল তুষারপাতে যখন ঢাকা চারপাশ, তখন আনন্দে মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানার সিংহ শাবকরা। গত বুধবার (১৯ জানুয়ারি) তুষারপাতে তাদের খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ভিডিও ফুটেজে দেখা যায়, সিংহের বাচ্চাগুলো বরফের টুকরো নিয়ে খেলছে। শুধু তাই নয় তারা একটি স্নোবলও তৈরি করেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, এই সিংহ শাবকগুলো জীবনে প্রথম এত বেশি তুষারপাতের দৃশ্য দেখছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাত কোটি ৫০ লাখ মানুষকে শীতকালীন ঝড় ও তীব্র শীতের সতর্কতা জারি করা হয়। দেশটির উত্তর-পূর্বাংশে সবচেয়ে বেশি ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। গত ১৭ জানুয়ারি ঠান্ডা তুষারঝড় বয়ে যায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে। এ অঞ্চলে প্রবল তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

Leave a Reply

Your email address will not be published.