ভাষার মাসের আকুতি

ভাষার মাস ফেব্রুয়ারী। আর এই মাসেই ভাষা হউক উন্মুক্ত। দেশের প্রয়োজনে সকল ক্ষেত্রে ভাষার ব্যবহার প্রাধান্য পাক। গ্রহণযোগ্যতা এবং নির্ভরশীলতায় ভাষা হউক এক ও অভিন্ন। মার্তৃভাষা বিহিন কোন কর্মকান্ড পরিচালিত আর না হউক। অন্য সকল ভাষাকে অফিস-আদালত থেকে বিদায়া দেয়া হউক। ভাষা সৈনিক ও ভাষা শহীদ এবং ভাষাবিদ এমনকি ভাষা চর্চায়রত সকলকে সম্মানীত করে সকলের সার্বজনীনতায় ভাষাকে যোগসূত্র হিসেবে গেঁথে তুলতে সকলের ভুমিকা প্রকাশ্যে দৃশ্যমান হয়ে কাজে পরিণত হউক। সকলকে বাংলা ভাষায় সালাম ও শুভেচ্ছা এবং সাধুৃবাদ জানাই এই ভাষাকে আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে বিলিয়ে দেয়ার জন্য। ভাষা আমাদের প্রাণ এবং ভাষা আমার মান এই দুইয়েই আমাদের সোনার বাংলার সোনালী জীবন। জয় আমাদের অনিবার্য।

Leave a Reply

Your email address will not be published.