মিত্র দেশগুলো কেবল দূর থেকে দেখছে; জেলেনস্কি

আন্তজার্তিক ডেক্স ॥ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে একা রেখে মিত্ররা দূরে সরে গেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। গত শুক্রবার সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, গতকালের মতো আজো আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে সবকিছু কেবল দেখে যাচ্ছে।’ এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেন, এই মুহূর্তে ইউক্রেনের সবচেয়ে বেশি দরকার মিত্রদের কাছ থেকে সহায়তা।
ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রাশিয়ার প্রথম লক্ষ্য আমি। এরপরে রয়েছে আমার পরিবার। কিন্তু আমি পালাব না। আমি এখানেই থাকব। যেখানে আমার সেনারা প্রতি মুহূর্তে রাশিয়ার সঙ্গে লড়াই করছে।’ এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দিনভর জলে, স্থলে, অন্তরীক্ষে তিন দিক থেকে ইউক্রেনের ৮০টির বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে রুশ সেনারা। রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনের ১৩৭ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। অন্যদিকে মস্কো জানিয়েছে, প্রথম দিনের অভিযানে রাশিয়ার ১২ জন সেনা প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.